প্রবাসে কেটে গেল এক বছর
#প্রবাসে_কেটে_গেল_এক_বছর
২০২২ সালের ৪ঠা নভেম্বর প্রবাসের মাটিতে সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে পা রেখেছিলাম। লেখাটি কার কাছে কেমন লাগবে জানিনা।
প্রবাস জীবনের নানান সঞ্চিত অভিজ্ঞতার মধ্যে দিয়ে কেটে গেল ১টি বছর। হিসাব নিকাশ যদি করি তবে লাভের চেয়ে লোকসান বেশি ছাড়া কম না। এই একটা বছরে আমি হারিয়েছি অনেক আত্মীয়-স্বজন হারিয়েছি আমার কিছু পরিচিত মুখ। হারিয়েছি অনেক প্রিয় মানুষজন। যাদের জীবনে আর দেখা পাবো না। হবে না তাদের সঙ্গে সাক্ষাৎ।
প্রিয় মানুষগুলো আমাকে তারা আর কোনদিন জিজ্ঞেস করে বলবে না হাসনাইন কেমন আছো? কই তোমাকে দেখা যায় না, তোমার পড়াশুনা কাজকর্ম কেমন চলছে? একবার দেখা করো সময় করে এসো। তাদেরই পথ ধরে আমরাও হাটছি, আমাদেরও শেষ হবে জীবনের শেষ নি:শ্বাস।
দিন চলেই যাচ্ছে স্রোতের মত। প্রবাসে আসর কয়েক মাস পর কাছের একজন মানুষ সম্পর্কে আমার খালা হন। তিনি মারা যান। আমাকে নিজের ছেলের মতই দেখতেন। আমি ও আমার বোনদের খুব আদর করতেন। হঠাৎ করে চলে গেলে আমাদের ছেড়ে। আল্লাহ যেন ওপারে খালাকে ভালো রাখেন।
এরকম আরও অনেক প্রিয় মানুষজনকে হারিয়েছি। তাদের কথা মনে পড়লে খুবই মন খারাপ হয়। পরপারে আল্লাহ সকলকে ভালো রাখুক।
আগামী দিনগুলোতে আরও কত আপনজন কত প্রিয় মানুষ মানুষকে হারাবো জানিনা। যারা বেঁচে আছেন আল্লাহ যেন সকলকে নেক হায়াত দান করেন। সকলের জন্য শুভ কামনা।
প্রবাসে যতই ভালো বা আরামদায়ক কাজে থাকা হোক না কেন কখনো শোকে পাথর হয়ে থাকতে হবে এই প্রবাসে। শুধু যন্ত্রণা আর জ্বালা ছাড়া কিছু দেয় না এই পরদেশের মাটি।
নিজদেশে হয়তো ভাগ্য বদলাতে পারবে না বলে বিদেশে পাড়ি দেয় আমার মত শতশত বাঙালি। ঘর হারিয়ে, কূল হারিয়ে, আপনজন হারিয়ে আজ নিঃশ্ব তারা। তারপরও কষ্টের কথা বুকে চেপে চলতে হয় এই প্রবাসে।
আজ এ দিনে স্মরণ করছি আমার আব্বুকে আমার মা কে। তাদের জন্য আজ আমার এতদূর আসা। আগামীর পথ চলা। তাদের জন্য মহান আল্লাহর কাছে দোয়া করি তারা যেন দীর্ঘজীবী হন আর নেক হায়াৎ আল্লাহ দান করেন। সকল বিপদ আপদ থেকে আল্লাহ যেন হেফাজত করে তাদের।
প্রবাসে বন্ধু, ভাই, আপন পর সবার জন্য সব সময় শুভ কামনা। আল্লাহ সকলকে ভালো রাখুক। এই কামনা করি সব সময়।
মোহাম্মদ হাসনাইন দুবাই, সংযুক্ত আরব আমিরাত . হ্যোয়াটসআপ নাম্বার: 00971568138768
#mohammadhasnainbh
No comments